আমায় নূপুর করে পড়াও কন্যা দুই চরণে তোমার

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমায় নূপুর করে পড়াও কন্যা দুই চরণে তোমার
এটুকু আশা পূরণ করো সার্থক হবে জীবন আমার।

থাকতে চাই তোমার চরণে সদা
খুলোনা আমায় কখনও যেন-
ওগো জাগবে যে, আমার হৃদয়ে ব্যথা।
তোমার ও দুই কোমল চরণ স্বর্গ সম অপরূপ
কন্যা রাখো না আমায় যতন করে অনুরোধ এতটুক।

তোমার চলনে মাতাব চারপাশ ‘ঝুমুর ঝুম’ ধ্বনি তুলে
তখন মুগ্ধ হয়ে ও দুই চরণ দেখবে লোকে।
কন্যা এতেই আমার শান্তি, শান্তি আমার এতেই।

লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন