আমি

লেখক : অঞ্জলি দে নন্দী

আমি ছিলাম ভালোই আগে।
এখন করি শুধুই পাগলামী।
না না না, তবুও কিন্তু আমি
খুবই দামী।
কারণ – আমার মনে যে কবিতা জাগে।
আমার কবিতা চাঁদের গায়ে গিয়ে লাগে।
তারাদের পিছে ভাগে।
আমার কবিতা পেয়ার মাগে।
আমার কবিতা প্রেমের অন্তর্যামী।
ভালোবাসার পথিকের অনুগামী।
আবেগের বেগে আমি কভু না থামি।
তীব্রতা আমার অনন্ত।
ছুঁই দিগন্ত।
আমি সৃষ্টি-অগ্নি, সবিতা,
চির জ্বলন্ত।
আমিই আমার অন্তরের কবিতা।


লেখক পরিচিতি : অঞ্জলি দে নন্দী
কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন