আমি ডাষ্টবিনের পাশে নবজাতক বলছি

লেখক : অমিত হাসান তুহিন

আমি ভুল সময়ে জন্মেছিলাম
আমার সময় তখনো আসেনি।
আমার হাতে নরম নখে দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করেছি।
লাভ হয়নি! আমার নাড়ীর স্পন্দন কর্তন করা হয়েছে।
প্রতিযোগিতায় জয়ী হয়ে আমার জীবন হয়নি শুধুমাত্র শিরদাঁড়া হয়েছে।
মা তুমি আমার কাবা ঘর, মসজিদ, মন্দির, গির্জা, ত্রিপিটক।
বিশ্ব সংসার তন্ন তন্ন করে দেখলাম আমার জন্য কোন আহার নেই,
অক্সিজেন নেই, কোন স্থান নেই,
দিব্যি শুনলাম ক্ষুদ্র কর্ণ ফটক।
আমার কোন নাম নেই, পরিচয় নেই
এর পরও আমি দিইনি কোন চিৎকার কারো হৃদয় জাগাইনি হাহাকার।
আবার কি গভীর রাত্রে সঙ্গমনিরত দম্পতির পাশে শুয়ে জন্ম ভিক্ষা?
ডাস্টবিনের পাশে কুকুর ছানাটি ওর মাতৃকার কাছে প্রিয়।
অপ্রিয়তা কেন আমার বেলায়?
ক্ষুধার্ত এই পৃথিবীতে আমার এক খন্ড মাংসপিণ্ড শরীরে।
আহার মিটেছে কি?


লেখক পরিচিতি : অমিত হাসান তুহিন
নামঃঅমিত হাসান তুহিন

2 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    শেষটা আমার কাছে বোধগম্য হচ্ছে না ।প্রতিটা সন্তান মায়ের কাছে জীবন স্বরূপ ।নিজের প্রাণ দিয়েও সন্তান কে আগলে রাখে । মাই তার আহারের ব্যবস্থা করে ।

  2. আলী ইব্রাহিম

    সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমি কীরকমভাবে বেঁচে আছি’ কবিতার একটু এবং আরেকটি কবিতার অংশ ‘আমি ভুল সময়ে জন্মেছি…… অনুকরণ বা নকল করা হয়েছে বলে মনে হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন