আমি এক কারিগর

লেখক : কার্তিক রানা

আমার নাম বাবুই
নামটি সুন্দর খুবই।
আমার অনেক আত্ত্বসম্মান
তাই অট্টালিকায় আমি বেমানান।
আমি এক কারিগর
অনেক কষ্টে বাঁধি নিজ ঘর।
এভাবেই কাটে দিন নিয়ে এই সংসার
আদুরে বাসা মোর সাজানো অলংকার।

হঠাৎ কেমন থমকে ওঠে মন!
গুরু গুরু আওয়াজ ক্ষণে ক্ষণ,
সো সো করে বইছে বাতাস প্রবল
কাঁপছি ভয়ে ,এ কেমন ঝড়বৃষ্টিবাদল!
ভেঙে গেলো মোর সাজানো ঘর
তবু জানি আমি এক কারিগর ।
আবার খুঁজি পাতা, ঘর না করে বিশ্রাম
ছোট্ট ঠোঁটে ব্যস্ততা লেগে অবিরাম ।
হারবো না তবু জীবন যুদ্ধ সংগ্রাম
নিজ ঘরের সুখ তার যে অনেক দাম।
ভাঙ্গল বলে ভাঙ্গবোনা নিজে, হোকনা অভিযান
ভাঙ্গা গড়ার এই দুনিয়ায় থাকবে তবেই মান।


লেখক পরিচিতি : কার্তিক রানা
জন্ম 2000 সালের 13 ই আগস্ট পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার আমড়াগেড়িয়া গ্রামে। মা সরমা রানা, বাবা বিশ্বনাথ রানা। আমি পেশায় মেল নার্স।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন