আমি নারী

লেখক : নুসরাত জাহান

বৃত্তায়ন এর ভেতর থেকে এগিয়ে চলার নাম নারী,
সন্তানের পাশে নির্ঘুম রাত কাটানো নারী।
স্বামীর অবহেলার পাত্রী নারী,
আবার স্বামীর ভালোবাসার মানুষটিও সেই নারী।
সংসার জীবনে মূল্যায়ন না পাওয়ার নাম নারী,
আবার চাকরিতেও কটু কথা শোনার নাম নারী।
মুখ বুজে সব সহ্য করার নাম নারী,
রুখে দাঁড়াতে না পারার নাম নারী।
সমাজে আর চোখে দেখার নাম নারী,
সমাজের ধর্ষিতা হওয়ার নাম নারী।
হ্যাঁ আমি সেই নারী,
বৃত্তায়ন থেকে বের হয়ে এগিয়ে চলব।
নব উদ্যমে এগিয়ে যাবো,
এই পৃথিবীতে দেখিয়ে দিব আমিও পারি এগিয়ে যেতে,
আমি একজন নারী।
আমি চাইলে সবই করতে পারি,
তাই আমি একজন নারী।


লেখক পরিচিতি : নুসরাত জাহান
জন্ম ২০০৭ সালের ৩ নভেম্বর। বর্তমানে স্টুডেন্ট। দাদা ফরিদা জামান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন