আমি অমর হতে চাই

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

এইখানে এই মনের মাটিতে প্রিয়াকে দিয়েছি কবর,
ওর শোক যাতে আমাকে না ঘিরে ধরে তাই মৃতদেহটা নিজের দেহে করেছি ধারণ-
ফাঁকা-ফাঁকা লাগে না, পাশে কেউ নেই এই ভাব জাগে না।
মনের মাটিতে কবর দিলে-
সে দেহে পচন ধরে না, বরং বেঁচে থাকে।
আমার নিঃশ্বাসে প্রিয়া নিঃশ্বাস নেয়,
আমি যা খাই তাই খায়,
আমার সাথে রাত জাগে,
আমার সাথে ঘুমায়,
আমার সাথে কথা বলে,
আমার সাথে গান করে-
একই গলায় দুই সুর বাজে।
বেঁচে থাকাকালীন অভিমানে, লাজে দূরে সরে যেত
এখন মুখ ঢাকে আমার বুকে।
তাই সৃষ্টিকর্তার কাছে দিবারাত্রি কাঁদি এই কথা বলে-
হে প্রভু, আপনি আমায় অমর করুন,
আমি যেন বাঁচতে পারি এই বিশ্ব যতদিন বাঁচে।

লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।