আমি হারিয়ে গেছি

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমি হারিয়ে গেছি একেবারে
তাই আর খুঁজে পেতে চাই না কোনোমতে।
আমি মিলিয়ে গেছি অস্ত আকাশে
তাই আর উদয় হতে চাই না নতুন ভোরে।
আমি ডুবে গেছি অকূল সাগরে
তাই আর ভেসে উঠতে চাই না কোনো দৈবযোগে।
আমি অন্ত হয়ে গেছি প্রথমে
তাই আর শুরুর শেষ দেখতে চাই না আজীবন ভরে।

লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবি:- অর্ঘ্যদীপ চক্রবর্তী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum