এই উত্থান

লেখক : আলী ইব্রাহিম

কিছু উত্থান ঐতিহাসিক। কিছু দ্বান্দ্বিক।
এই উপাখ্যান আমাদের সহ্য হয়ে গেছে।
মানুষের মৌনতায় সবকিছু যখন
অনর্থক হয়ে ওঠে, তখনো তুমি নড়ো।
আর তুমি ভোরের সাথে তর্কে মাতো
আর তুমি সূর্যের কুকীর্তি ফাঁস করো।
আর তুমি আগুন খেয়ে সম্ভ্রান্ত সন্ন্যাসী হও
আর তুমি কপালে টিপ পরে বুদ্ধজয়ী হও।
আর তুমি জ্বলো সহজ ও সভ্যতার ভাবনায়।
আর তুমি ক্ষ্যাপো নগর ও নারীর বেদনায়।
আর সবকিছু দিয়ে আমিও নিঃস্ব হই।
কেননা আমিও কবি। পরাজয় বুঝি না।
এই উত্থান আর এই দহনেই আমি খুশি।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।