লেখক : পার্থ সরকার
আর অজ্ঞানতা ক্রমবর্ধমান
বর্ধিষ্ণু অসভ্যতা
ত্বক ছাড়িয়ে
ত্যাজ্য পরিচয়
উথলে পড়ছে ঘনত্ব
চাপা পারদ
আর আমি যাব বন্দরে
সী-গাল আছে
তথাস্তু প্রশমনে এই পর্যন্ত বিচার বিবেচনা
কিন্তু, অনেক তামাকের ছাই সরিয়ে যদি ফিরে আসতে চাই ?
ডুবে আছে শঙ্খ শামুক জলে
অতল গ্রহে পরাঙ্মুখ পরাভব
যাওয়ার পথেই উধাও তাপের তাবিজ ।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।