আশা

লেখক : মধুমিতা রায় চৌধুরী মিত্র

ধূসর পৃথিবীতে এমন আগুনের তাপ এলো হঠাৎ–
এ তো হওয়ারই ছিলো–
লোভী মানব সভ্যতার উৎসবের ফসল।
জ্বলছে দেহ, হারছে বিজ্ঞান–
তবু উৎসবের নেই কোনো ছেদ–
তবুও আনন্দের নেই কোনো সীমা।
মানুষ-মন কি অসাড় হলো!
করছে কি উপহাস অসুখের সাথে?
নাকি নিশ্চিত সে–
তাকে বাঁধতেই হবে ঘর–
কোনো এক সাজানো অসুখের সাথে!
সব ভুলে চলো না আবার প্রার্থনায় বসি।
জপ করি , তপ করি এক সবুজ ধরণীর আশায়।
আশা নিয়ে যে এখনো বাঁচি–
কবে সুস্থ এক শান্ত জীবন্ত পৃথিবী পাবো!


লেখক পরিচিতি : মধুমিতা রায় চৌধুরী মিত্র
আমি এক নবীন লেখক। তবে পুরোনো পাঠক। বর্তমানে উত্তর কলকাতা নিবাসী।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

One comment

  1. কৃষ্ণ চন্দ্র দাস

    তাকে বাধতেই হবে ঘর ,অনেক যে কাজ বাকি
    ভালো লেগেছে শেয়ার করলাম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।