লেখক : ভট্টাচার্য অম্লান কুসুম
ভেজা আষাঢ়ের মধ্য বিকেল,
সারা পৃথিবী যেন অশ্রু সিক্ত
আষাঢ়,
এক বেদনাবিদ্ধ অস্ফুট ডাক
আমার চারিদিক,
এখন আবছা কালোয় বিষন্ন
আকাশ বাতাস,
কোথা থেকে একটা ডাক
ভেসে আসে থেকে থেকে-
যেন দূরের কোনো শব্দ-
ক্লিষ্ট,দীর্ন ও জীর্ন,
মনে হলো
এ ডাক আহত এক পাখি
যেন
আষাঢ় থেকে জন্ম নেয়া ।
আর জন্মের পরে যেমন
জন্মলাভের যন্ত্রনা,
ছিন্ন নাড়ির টানে
বেদনাক্লিষ্ট আষাঢ়ের সন্তান এই পাখির
প্রথম কষ্ট প্রথম আতর্নাদ –
আমাদের পৃথিবীর মানুষেরা এই কান্না
শুনেছে কী ।
লেখক পরিচিতি : ভট্টাচার্য অম্লান কুসুম
বহু বছর ধরে লেখার সঙ্গে যুক্ত। কলকাতা নিবাসী। বর্তমানে অবসর জীবন যাপন করছেন। মূলত কবিতা লিখতে পছন্দ করেন।
Bhalo laglo .lekhok ke subheccha janai.