লেখক : তরুন মান্না
বকুল ফুল বকুল ফুল
ভাঙছো নদী ভাঙছো কুল।
দু পাহাড়ের বাঁধ পেরিয়ে
চললে কোথায় বকুল ফুল।
দূর গগনের অসীম ছোঁয়ায়
বাদলা দিনের মেঘের মায়ায়।
শীতের আদর পরশ নিয়ে
ঝরছো কেন বকুল ফুল।
বাতাস যখন উল্লাসে
নিজেই মাতে সৌরভে।
তোমার অলস আলতো ছোঁয়ায়
কান্না কেন বকুল ফুল।
তোমার ছোঁয়ায় তোমার কায়ায়
মন জুড়ানো পেলব মায়ায়
মাতল যখন অসীম ভুবন।
কোন দুখেতে ঝরলে বল
ঝরলে তুমি বকুল ফুল।
লেখক পরিচিতি : তরুন মান্না
বাংলা ভালোবাসি। ব্যক্তিগত পরিচিতি দিতে অনাগ্রহী