বাঁশিওয়ালা

লেখক : বিশ্বেশ্বর মহাপাত্র

অজস্র লোকের ভিড়ের মাঝে সেই লোকটা
যার মায়াবী চোখদুটি কোটরগ্রস্থ বিরাজে,
শত বঞ্চনার মাঝে লাবন্যেময় মুখের হাসি
আর হাতের মোহন বাঁশিটা তার সুর ভাঁজে৷
তার ঘরে আজও জমাট ঘুটঘুটে অন্ধকার
সন্তানের শিক্ষার ঝুলিটাও ভরে চলে বাঁশে,
বাবার পরে তাকেও যে বাঁশিওয়ালা হতে হবে
কোন একদিন জনসমাগমে মেলার মাসে৷
একবিংশে আজও অন্তজ; তারা শিক্ষা কিংবা শ্রমে
বেড়ে চলেছে দিন দিন পথে; কার দয়ার দানে,
জানেনা সেই লোকটা ও তার বুবুক্ষু পেট গুলো,
তবুও কখনো উচ্চকন্ঠে ফেটে পড়েনি অভিমানে!
এক নয়, বহুতল অট্টালিকা গজায় শহরজুড়ে
সেথায় উমেদারী করে লক্ষ কোটির এই তামাশা,
স্বাধীনতা খোঁজে সেই লোকটা লন্ঠনের আলোয়
বাঁশ, বাঁশি আর সুরের তান যে আজ বল ভরসা৷


লেখক পরিচিতি : বিশ্বেশ্বর মহাপাত্র
মঞ্চ সঞ্চালক ও বাচিক শিল্পি,স্থানীয় লিটিল ম্যাগাজিনে লেখালিখির সুবাদে পরিচিতি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন