বাড়ি

লেখক : বদরুদ্দোজা শেখু

পুরনো মাটির বাড়ি, খড়ে-ছাওয়া, গাছগাছালির
সবুজে ঘেরা, হাঁস মুরগীর দর্বা, লাঙল জোয়াল
ঘুঁটে লকড়ির ডাঁই, জাফরির বেড়া, বিচালির
গাদার গম্বুজ, পাশে আটচালা, সংলগ্ন গোয়াল ।
আঙিনায় খড়ে-ছাওয়া পুরাতন ধানের মরাই
গরুর গাড়ির চাকায় বসানো; টিনের ফটকে
সয়রানে, ধুলোয় শিশুরা ঘরকন্নার রূপকে
পুতুল খ্যালে; বাতায় বাস করে কতক চড়াই ।
সযত্নে জ্বালায় কেউ টিমটিমে সাঁঝের প্রদীপ
রোজ, পাশে মাঠ আদিগন্ত অন্ধকারে ডুবে থাকে,
ঘুমানো মফঃস্বল বাস্তুডেরায় অস্তিত্বের ভিৎ
খুঁড়ি আচ্ছন্ন স্নায়ুর মর্গে ঢুকে। প্রবালের দ্বীপ
মনে হয় আচমকা আশৈশব চেনা বাড়িটাকে ।
চাঁদোয়া আকাশ ঊর্দ্ধে, আশপাশে জীবাশ্ম অতীত ।।


লেখক পরিচিতি : বদরুদ্দোজা শেখু
জন্ম ১৯৫৫ সালের ফেব্রুয়ারী মাসে।মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে। এযাধৎ তাঁর ৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হ্অয়েছে। তিনি বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে সম্মাননা পেয়েছেন। সম্প্রতি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরষ্কার ২০২০ বিশেষ সম্মাননা লাভ করেছেন।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।