ভালোবাসা ও ঈশ্বর

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

ভালোবাসবো বললে ভালোবাসা যায় না
ভালোবাসা হয় আপনা-আপনি
কোনো শর্ত মেনে হয় না।
ভালোবাসার জন্য যা প্রয়োজন তা হল ‘মন’।
মন তো সকলের থাকে
কিন্তু মনের মতো মন ক’জনের থাকে?
ভালোবাসার ভিক্ষা পাত্র নিয়ে যারা ঘুরে বেড়ায়
আর যারা সেই পাত্রে ‘ভালোবাসা’ ভিক্ষা দেয়,
তাদেরই তো আছে মনের মতো মন।
ভালোবাসায় আকুল না হলে কি ভালোবাসা যায়?
দরিদ্রকে যে সেবা করে, ঈশ্বর তাকে ভালোবাসেন।
ভিক্ষুককে যে ভিক্ষা দেয়, ঈশ্বর তাকে ভালোবাসেন।
এই ব্রহ্মান্ড যিনি তৈরি করেছেন তিনি ঈশ্বর।
ঈশ্বরের অপর নাম ভালোবাসা।
জলের সঙ্গে তো জলই বাঁধে,
জলের সঙ্গে কি তেল বাঁধে?
তাই ঈশ্বর তাদেরই ভালোবাসেন –
যারা ভালোবাসাকে ভালোবাসে।

লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন