ভোরের পাখি

লেখক : সুজন মোহাম্মদ

ভোর সকালে
ঘুম ভাঙালে
করিয়া আহ্বান
আপন মনে
মুয়াজ্জিনে
দিতাছে আজান

শুকরিয়া তাই
তোমাকে ভাই
জাগাও মোদের রোজ
ভোরের পাখি
দিচ্ছে ডাকি
চির শান্তির খোঁজ

আহা কি সুর
মিষ্টি মধুর
হৃদয় জুড়িয়ে যায়
নিদ্রা হতে
জলদি উঠে
চল মসজিদে যাই


লেখক পরিচিতি : সুজন মোহাম্মদ
সুজন মোহাম্মদ, ক্ষুদে লেখক, ঠিকানাঃ এরেন্ডাবাড়ী, ফুলছুড়ি, গাইবান্ধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন