ভয়ংকর করোনা

লেখক : আব্দুল্লাহ আল-মামুন

চারদিকে শুনি শুনি
মানব সমাজের আহাজারি,
আবার দেশে আইলো নাকি
ভয়ংকর এক করোনা মহামারি।

গোটা বিশ্ব কাঁপছে থরথর
জালিম, অত্যাচারি হচ্ছে বেসামাল,
অস্ত্র শস্ত্র নাহি দিবে কাজ
ওষুধ মেডিসিন আন মালামাল।

জনসচেতন হচ্ছে আজ,
তাতে না দিচ্ছে কাজ টিকা দিই মাসে মাসে,
গোটা বিশ্ব আজ আতঙ্কিত
ভয়ংকর করোনা… ভাইরাসে।

মুখে মাক্স পরো পরো
জড়ো সড়ো না, চলে তারা একা,
কেউ বলে হাতে হাত দিয়ো না
এক নয় দুই ফুট চলো ফাঁকা।

সরকার নিয়েছে উদ্যোগ
ধনী গরীব নাই ভেদ, হতে হবে সচেতন,
সাবান দিয়ে ধুবেন হাত
নাহি হবেন কেউ অচেতন।

করোনার বাণী শুনি
পাপী-তাপি ছাড়ো পাপ,
সবাই ব্যস্ত জনসচেতনার বড় অভাব,
সদা হাত ধুই, সর্দিকাশি হলে চিকিৎসা নিই,

থাকবে না তবে করোনার প্রভাব।


লেখক পরিচিতি : আব্দুল্লাহ আল-মামুন
আব্দুল্লাহ আল-মামুন পিতা মৃত আঃ মতলেব মাতা মৃত জয়নাব খাতুন জন্মঃ ৬/৬/১৯৯৭ যশোর জেলায় কেশবপুর থানা,মেহেরপুর গ্রামে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum