ভুলিনি কিছু

লেখক : সাজিদুল ইসলাম

যত না কেন দূরে থেকো
নিশির স্বপনে কাছে আসো।
ভুলবো না তোমাকে আমি
আমার মন কেড়েছে জানি,
কেন তুমি চুপ আমার কথায়!
বল কিছু শুনে যাই।
যা দেখেছি দূর থেকে তোমাকে
ভুলিনি কিছু এখনো মনে পড়েছে।
সারারাত তোমার গন্ধে নিবিড়ে
অপেক্ষায় রইছি তুমি ফিরবে,
কেন দু-দিনে পাশে নাই
জানি আর পাব না তোমায়।

লেখক পরিচিতি : সাজিদুল ইসলাম
কবিতা এবং উপন্যাস লিখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন