লেখক : সাজিদুল ইসলাম
যত না কেন দূরে থেকো
নিশির স্বপনে কাছে আসো।
ভুলবো না তোমাকে আমি
আমার মন কেড়েছে জানি,
কেন তুমি চুপ আমার কথায়!
বল কিছু শুনে যাই।
যা দেখেছি দূর থেকে তোমাকে
ভুলিনি কিছু এখনো মনে পড়েছে।
সারারাত তোমার গন্ধে নিবিড়ে
অপেক্ষায় রইছি তুমি ফিরবে,
কেন দু-দিনে পাশে নাই
জানি আর পাব না তোমায়।
লেখক পরিচিতি : সাজিদুল ইসলাম
কবিতা এবং উপন্যাস লিখেন।