বিলাপমালা

লেখক : ইন্দ্রনীল কাঞ্জিলাল

ফুরিয়ে আলো আকাশ কালো, মেঘ জমেছে অনেকক্ষণ।
বিষাদমধুর বাসরঘরে আজ বিরহের নিমন্ত্রণ!

ছাইয়ের ভিতর আগুন জ্বলে, বুক অথবা তেপান্তর।
নামেই শুধু দুঃখবিলাস, যন্ত্রণাটি নিরন্তর!

চোখের সাথে চোখের আলাপ, শুনছে শুধু অন্ধকার।
মাঝরাস্তায় জমছে ধুলো, প্রলাপ এবং জ্বরবিকার!

শরীর জুড়ে চোরাবালি, মাথার ভিতর সংক্রমণ।
মনে রাখা শক্ত বড়ই, বরং ভালো বিস্মরণ!

জীবন মুঠোয় যা যা ছিল, সব ক্রমশঃ ফুরিয়ে যায়।
ব্যক্তিগত রৌদ্রছায়া দিনের শেষে হিসাব চায়!

রাত ফুরোবে, রাত হবে ফের, বদলে যাবে আপনপর।
হাত ছুঁতে চায় আরেকটা হাত, আঙ্গুলগুলো বাসরঘর!


লেখক পরিচিতি : ইন্দ্রনীল কাঞ্জিলাল
পাঠক

12 Comments

  1. অপদার্থ

    মাথামুণ্ডু বিহীন,দুর্বোধ্য,বর্তমান বাংলা আধুনিক কবিতার জগতে,একটি সুন্দর বয়ে যাওয়া সহজ নদী যেন…
    এভাবেই বোধ হয় কখনও কবিতা লেখা হত,যেগুলো পড়ে আজও আমাদের মধ্যে অনেকক্ষণ ভালো লাগার রেশ থেকে যায়…
    আরও এরকম কিছুর অপেক্ষায় রইলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum