অবিরাম

লেখক : সৌরভ প্রধান

চলন্ত ধারা গতি ক্রমাগত,
যুগ-কাল-দিন-সাত
যায় শত শত।
আজ ও বইছে নদী বইছে বাতাস
পড়েছে নিত্য শ্বাস,
নেই কভু অবকাশ।

হায়!!
রয় পড়ে অবিরাম
সিঁড়ির ধাপে ধাপে
অতীত তো পড়ে থাকে,
আজ ও এগিয়ে মানুষ যায় ক্রমশঃ
আগমনী থাকে না বিরত।
অস্ত উদয় সকাল-বিকাল
ঘূর্ণয়মান বিশ্ব বিশাল।
বিশ্ব স্থিত আবর্তনে,
আনমনা ওই দিঘির পাড়ে
ভাবছে কবি ভাবুক মনে।

ভিন্ন কাজে নেইকো বিরাম
নেইকো স্থগিত জারি,
চক্রাকারে কক্ষপথে
ঘুরছে জগৎ সারি।
বৃক্ষ থেকেই জীবনধারণ
বাতাসে নিশ্বাস,
জল হয়েছে জীবনধারি
নেইকো অবকাশ।
ভুবন জুড়েই স্পষ্টভাষী
ঐতিহ্য ইতিহাস,
অতীত পাতে অবগত,
ঘটছে জ্ঞানের বিকাশ।


লেখক পরিচিতি : সৌরভ প্রধান
বাড়ি:- মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, জন্ম- ১৫/৮/১৯৯৭

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।