বৈপরীত্য

লেখক : প্রভঞ্জন ঘোষ

বিপরীত কিছু
সবকিছু শুঁকে-শুঁকে
নেয় পিছু পিছু।

অট্টালিকার কাছে
ঝুপড়ির সারি,
ঝোপঝাড় মাঝে ঘেরা
প্রমাণ তাহারি।

কুহু কুহু সুরটির
তাই কাছেপিঠে,
কা-কা কর্কশে
কাক ডেকে ওঠে।

প্রদীপের আলোকের
নিম্নে আঁধারি,
চুপিসারে যেন তাই
করে লুকোচুরি।

আকাশের চত্ত্বরে
সূর্যের সাথে,
তাই এত জল নিয়ে
মেঘ ছাদে মাতে।

সবখানে কোণে কোণে
বিপরীত খেলা –
সুখ আছে, ঠিক আছে
তাই এত ঠেলা!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।