লেখক: চন্দ্রানী গুহ রায়
মনের ঘরে একটা ছেঁড়া খাম
খুঁজে পেলাম
হাজার স্মৃতির ভিড়ে নতুন করে
হারিয়ে গেলাম।
সেই চেনা মুখ, বৃষ্টি টাপ টুপ
ভিজে গেলাম
স্মৃতির পাতা শুধু উলটে গেলাম ।
ভেজা চোখ, একটা ভোর
মনের ঘরে তোমার দেখা পেলাম
কি যে ছিল ভুল বুঝিনি আজও,
কতো সহজে
বিশেষ থেকে সামান্য হয়ে গেলাম,
আর বিরক্ত করব না কথা দিলাম।
একটা ছেঁড়া খাম খুঁজে পেলাম
তোমায় ছুঁয়ে গেলাম।
লেখকের কথা: চন্দ্রানী গুহ রায়
চন্দ্রানী গুহ রায় বর্তমানে বর্ধমান শহরের একজন আদ্যন্ত গৃহবধূ। জন্ম পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ।শিক্ষার্থী জীবনেই লেখা লেখির হাতেখড়ি। প্রথম কাব্যপ্রয়াস “মন রঙের ক্যানভাস ” পকেট বই ।প্রথম পত্রিকা “অর্নব” ।বর্তমানে বিভিন্ন ই বুক এবং পত্রিকায় অনু গল্প, গল্প, কবিতা লিখে চলেছেন । প্রকৃতির অমোঘ আকর্ষণ আর নারীদের প্রতি অত্যাচার কবি মনে বেদনা জাগায়, তাই কলমের ডগায় চলে হৃদয়ে শব্দের খনন।” আঁধার রাতের ফর্সা ” কথা কবির দ্বিতীয় কাব্যপ্রয়াস। লেখার সাথে ছবি আঁকা ও কবিতা পাঠের প্রতিও ভীষণ রকম আকর্ষণ কবির।