ছেলেটি

লেখক : প্রভঞ্জন ঘোষ

ফুচকার দিকে না ঝুঁকে
ঘটিগরম আর চুরমুরের দিকে
বেশি ঝুঁকতো ছেলেটি,
ব্যাটবলের দিকে না ঝুঁকে
ক্যারাম্ আর কাটাকুটির দিকে
ঝুঁকতো বেশি,
লাটাই ধ’রে সারাদিন
ঘুড়ি ওড়াতো, আর
লাকির ল্যাজ মুঠিয়ে
ঘুরপাক খেলতো, অরণি।
টি ভি-র পর্দায় চোখ না রেখে
উলের কাঁটা দিয়ে
পিসির হাতে উলবোনা দেখতো
বেশি ক’রে,
হাত লাল ক’রে মাঞ্জা বানাতো।
মুখস্থে না হোক
জাহাজ কিংবা প্রাসাদের
মডেল নির্মানে
ক্লাসে ছিল তুখোড় মূর্তি!
দাদা মার্কেটে গেলে
বার-বার বলতো-
‘স্ক্রু আনিস ক’খানিক’- – –
তাই বুঝি আজ অরো
নামজাদা মেকানিক?


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum