চলে যাব

লেখক : লাম্মি খাতুন

আমি চলে যাব কোন এক বিদঘুটে অন্ধকার রাতে।
নিঃশব্দে, নির্বচনে, নিরালায়, চোখে শ্রাবণ ধারা
শ্রাবণের রাত তাই ধুয়ে মুছে যাবে সব।
কোন অভিযোগ আমার নেই, স্বপ্ন তো তুমি দেখাও নি;
আমি ভুল নাকি ঠিক? আমার অজানা
যে দুচোখ শুধু তোমাকেই দেখে অপলকে, আনমনে
সেই দৃষ্টি আমি অন্যের প্রতি নিক্ষেপ করতে পারবোনা।
যে হৃদয়ে তোমার চাষ, সেখানে অন্য ফসল?
না, কখনো না, কখনো না।
পৃথিবী চলে আপন গতিতে যার মত তুমি
গতিময়, তেড়ে চলো, আমি আটকাতে চাইনা।
তোমার হৃদয় পাব না বলে চলে যাব, চলে যাব আমি।
প্রিয়, তোমাকে না পাওয়ার বেদনা থেকে চলে যাওয়ায় শ্রেয়তর।


লেখক পরিচিতি : লাম্মি খাতুন
নামঃ লাম্মি খাতুন, শিক্ষার্থী দশম শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল, সাভার, ঢাকা। অনেকদিন ধরের কবিতা লেখার চেষ্টা করি। আজকে প্রথম লেখা পাঠাচ্ছি৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum