কনসার্ট (ছড়া কবিতা)

লেখক : প্রভঞ্জন ঘোষ

ব্যাঙেদের ব্যান্ড আর
কোকিলের কনসার্ট
ঝিঁঝিঁদের ঝুমঝুমি
কুক্কুটের কর্ণাট।
মক্ষির মন্দিরা
শেয়ালের সাইরেন
হাম্বার হাম্বীর
বেড়ালের বিটোফেন।
সী-গালের সিম্ফনী
কাগেদের কেত্তন,
ভ্রমরার ভেঁপু শুনে
মন ভারি চনমন্!
মহিষের মৃদঙ্গ
তোতাদের তরজা
দোয়েলের দিলরুবা- – –
শুনে-শুনে ঘর যা-

লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন