করোনা ও মানবতা

লেখক : ইউসুফ জামিল

চারিদিকে দুঃখের ছড়াছড়ি
বিষাদ করিয়াছে ভর
মানুষ সব লয়ে আছে ঘর,
কেহ আপন কে করিয়াছে পর।

ভয়তে করিয়া ভর
পুত্র করিয়াছে পর জননী,
অরণ্যে ফেলিয়া তাহারে
ঘরেতে কাটাইছে রজনী।

অবাধ এ মিছিলের তরে
কফিনে কফিনে প্রান্তর হেন পূর্ণ।
বৃথা যেন সব অর্থ কড়ি আজি,
প্রাচুর্যের দেয়াল ভাঙ্গিয়া হল চূর্ণ।

বিশ্ব আজি তোলপাড়
খুঁজিয়া উত্তরণ..
তাহাতে আছে মুক্তি যদি,
তবে রুখাও বিচরণ।

রাজা,প্রজা কেহ নাহি পায় মুক্তি
তবু অন্ধ জনা আছে কিছু,
ছিনাইতে অসহায়ের ত্রাণ-
দাপায়ে বেড়াইছে পিছু পিছু!

করোনা কাউকে করেনি করুণা
দেখায়েছে সাম্য, হেন উদারতা!
হেথায় কেন হল তবে কলুষিত,
মানবতা নামের এ সভ্যতা?

মুক্তি সে তো আসবেই একদিন
মানবতা করোনাকে করিবে জয়,
কেটে যাবে সব বিষাদের ছায়া
দূরে পালাইবে সকল ভয়।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
ইউসুফ জামিল একজন বাংলাদেশী সুপরিচিত সংগীত শিল্পী, সুরকার, লেখক, ব্লগার। তিনি একজন উদীয়মান শিল্পী যিনি গাজীপুরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই তাঁর লেখালেখি খুব পছন্দ ছিল। 2021 সালে ভারত থেকে তাঁর প্রথম বই "বেলা ওবেলার কথাকলি" প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলি হ'ল "স্মৃতি খাতা", "স্বপ্নহীন প্রতিদ্বন্দ্বী", "করোনা ও মানবতা", "উপকুলীয় জীবন", "মা" ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum