লেখক : প্রভঞ্জন ঘোষ
জ্ঞানদাতা জ্ঞান দেন
ধনদাতা দিয়ে যান ধন
একজনে ভ্যাজ-ভ্যাজ
আরজন নিশ্চুপ র”ন।
জ্ঞানদাতা নেন শুধু
নিশ্চুপ ছুপ সুখটান
ধনদাতা ঝনঝন ঝংকারে
বিলিয়ে বেড়ান।
জ্ঞানদাতা টান দেন
কার্নিশ জাঁকিয়ে সাজান
ধনদাতা রাত দিন সবকিছু
দান করে যান।
ধনদাতা দেন শুধু
রোদ-বায়ু-বৃষ্টি কত- – – – –
জ্ঞানদাতা উড়ি দেন
খড়-কুটো পাতার মতো।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী