ধাঁধা নিয়ে ঘোরাঘুরি

লেখক : শিখা চক্রবর্তী

গাড়ি ঘোড়া নিয়ে ঘোরা
মানে শুধু ঘোরা‌ফেরা
ধাঁধা নিয়ে ঘোরা হলো
মগজের নাড়াচাড়া
সেসুত্র মেনে আজ লিখলাম
যেই ছড়া
মানে তার মানে খুঁজে
সময়কে পার করা
***

হা করে ওড়া দেখি

হালুয়ার ভাই এ কি

ঘণ্টা যে যায় উড়ে

তারা পতি থামে ধরে

উত্তরে মহল্লা

হিন্দু রা খায় ছোলা

তার কোণে কি নগর এ

ঋষি কোথা বাস করে

পরে রাম তার পরে
শ্রী কে তার সাথে জুড়ে

পেত্নীর প্রিয় গাছে
তারা ই কি ফুলে থাকে

বদ্যি তে বাসা গড়ে

ভদ্রতা ঈশ্বরে

কুন্ডু তে মান কেনে
পাগলে ও তাই চেনে

নগর সুবাস ভরা
পুজো দেখি নাম করা

কিৎ কিত খেলে এরা
ইং মতে চিনি সুরা

কে যায় ও গলি দিয়ে
নাম করি নদী নিয়ে

অবশেষে উপাসনা
করো তুমি প্রার্থনা।

***

চলো দেখি এইবারে
হেঁয়ালি র পারাপারে
ঘোরাঘুরি করে নিয়ে
কারা কারা ক টা পারে।।


লেখক পরিচিতি : শিখা চক্রবর্তী
হাউস ওয়াইফ- নানা ধরনের লেখা পড়তে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ঘুরে দেখতে ভালো লাগে। প্রিয় বই তো অনেক। তার মধ্যে মহাভারত একনম্বরে। এছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, কালকূট খুবই পছন্দের। নির্মল বুদ্ধি যুক্ত হাস্যরস খুব আকর্ষক লাগে তাই সুকুমার রায় খুব পছন্দের। উপেন্দ্রকিশোর এবং সত্যজিৎ রায় তো আছেনই। সত্যি বলতে আরো কত নাম যে ভালো লাগার লিস্টে আছে তা বলে শেষ‌করা যাবে না। কবিতার ‌চেয়ে ছড়া একটু বেশিই টানে এবং তাই‌ মাঝে মাঝে একটু চেষ্টা ‌করা হয়‌ আর কি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন