লেখক : অভিজিৎ সুর
আমার এ শরীরের গন্তব্য কোনোদিকে নেই আর,
তাই গোধূলির আকাশের নিচে চুপচাপ শুয়ে থাকি,
ঘুমোই না, ঘুম আসে না বহুদিন।
নিতান্তই নিভে যাবার আগে কিছু শেষ কথা বলার প্রয়োজন বোধ হতো একদা,
এখন আমার এ শরীর-জোড়া মড়ক,
তাই কথা প্রয়োজনহীন।
ভালোবাসার শিকড়ের সন্ধান করেছি আজীবন,
শিকড়ের গভীর অন্ধকার আমার সারা শরীরে
লেপে দিয়েছে আর্দ্রতা,
আমার সমগ্র শরীর জুড়ে ছড়িয়ে আছে বালি আর মাটি;
শিকড়ের সন্ধান পেলে, আমি জানি
তোমার গভীরতায় হয়তো একটু বাসা বাঁধা যেত।
হায়, আমি এখন ফসলের মাঠে মৃতদেহের গন্ধ পাই,
তোমার শরীর আমার শরীরে মিশবে না কখনো অন্ধকারে
জানি, তথাপি শুয়ে থাকি গোধূলির আকাশের নিচে — আমার এ জন্মের দ্বীপান্তর
লেখক পরিচিতি : অভিজিৎ সুর
কবির বাড়ি চুঁচুড়া তিনি লেখাকে ভালোবেসে লেখেন৷