দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ

লেখক : পার্থ সরকার

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ…
মাঙ্গলিক উচ্চারণে ঘরের কাছে বেঁধে দেওয়া বাঁধ
‘গ্রহণ করো, গ্রহণ করো… ‘ আক্ষরিক অর্থেই প্রণতি
তবু, বধির যে জন, সে জন দিবসেই পোড়ায় দেবারতি
শূন্যমার্গ, অনেক দুরেই মায়াজাল
ভোরের কাজলে মেঘ করেছে দুর্নিবার; অতএব, এসো ভাঙি সবাই বেড়াজাল

তবু, কোথায় কোষ?
একাই চিৎকারে জীবাশ্ম, ভঙ্গিমা নেই, নেই সদুত্তর
নিজের ছাঁচে নিজেই ভাঙে নিজের দুর্গ
নিরীহ মহাকোষ ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum