এবার ঘুমাও… কবি

লেখক : দাউদুল ইসলাম

ঘুমাও নি… কবি
কেন পোড়াও…  নিষুপ্ত রজনী 
কোন সুখে?
আর কত জাগবে বিষন্ন প্রহরী,
নিজেকে একা রেখে!.. 
কিসের এতো হাহাকার বুকে 
নিরাকার পাথর চেপে
সইছ ব্যথা ধূকে ধুকে!..
যাও এবার…  ঘুমাও 
শ্রাবণের নিশিযাপনে
মিলন হোক দুচোখের পাতায় ;
বাতি নিভিয়ে  দাও
আলোকে লজ্জা পায় নিদ্রাদেবী
সদ্যোজাত দুর্বোধ্য কবিতার মতো 
হোঁচট খায় পাঠোদ্ধার!.. 
যাও কবি
যদিও তুমি তীরবিদ্ধ আহত পাখি
নিজের রক্তমাখা পালকে
বুনো রাজমুকুট! 
তবুও 
এই অলীক সাম্রাজ্যের রাজত্ব
আর কত?
এবার তোমার পরিতৃপ্ত ঘুম দরকার!
কোন এক নির্ভার চুম্বনে 
তোমার চোখের পাতায় রচিত হোক 
অবিশ্রান্ত কবিতা!… 

লেখক পরিচিতি : দাউদুল ইসলাম
দাউদুল ইসলাম, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় জন্ম। লেখালেখির হাতেখড়ি ত্রিশ বছর পূর্বে। প্রকাশিত কাব্যগ্র‍্যদ দেবী ও কবি (২০১৩) অচীন বুদবুদ (২০১৯) পেশা চিকিৎসক।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।