এবং ঋতুপর্ণ

লেখক : সাইনি রায়

‘হীরের আংটি’-টা ভারি পছন্দ হয়েছিল।
সেদিন ছিল ‘উনিশে এপ্রিল’,
হঠাৎ এলো তপ্ত ‘দহন’ কাল।
যেদিন ‘বাড়িওয়ালি’-র হয়েছিল, গভীর ‘অসুখ’।
তাই তো ‘উৎসব’-এ সায় দেয়নি, ‘তিতলি’-র মন।
সুস্থ হলে পর, না হয় হবে ‘শুভ মহরত’!
আহ্ ‘চোখের বালি’ আমার,
‘রেনকোট’-টা আনব না ভাবছি।
‘অন্তরমহল’ জুড়ে আজ শুধুই বৃষ্টি।
যে বৃষ্টিতে ‘দোসর ‘-এর সাথে ভিজে,
শরীর মন এক করতে চাই।
ও যে আমার জীবনের ‘দ্য লাস্ট লিয়ার’।
যার সাথে করে এসেছি সারাজীবন খুনসুটি।
তা সে হোক না,
তার ‘খেলা’-র ‘সব চরিত্ররা কাল্পনিক’।
শুধুমাত্র তারই সাথে ‘আবহমান ‘ সময়ে অবগাহন করবো।
‘নৌকাডুবি’ হলে ক্ষতি নেই।
কোনো এক ‘গানের ওপারে’ ঠিক ভেসে উঠবো আমরা।
আর রচিত হবে ‘আরেকটি প্রেমের গল্প’।
ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখো তোমরা,
‘মেমোরিজ ইন মার্চ’ বলে।
শুধু ‘সানগ্লাস’-টা, আজও খুঁজে পায়নি ‘চিত্রাঙ্গদা’।
অমলিন যা কিছু ‘জীবনস্মৃতি’,
আজও আঁকড়ে ধরে বাঁচে সে ‘আনন্দলোক’-এ।
আর মলিন যা কিছু আছে,
‘সত্যাণ্বেষী’ আজ, ‘ঘোষ এন্ড কোম্পানি’ সঙ্গে নিয়ে তারই অন্বেষণে।


লেখক পরিচিতি : সাইনি রায়
একটু-আধটু লেখার চেষ্টা করি।বাংলা নিয়েই পড়াশোনা। গার্গী ছদ্মনামেও লিখে থাকি। আর শিখি আত্মরক্ষার পাঠ হিসাবে ক্যারাটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum