ইরেজার

লেখক : ময়ূখ হালদার

অতঃপর সেই সুন্দর সরল চোখদুটোকে প্রতিস্থাপিত করা হলো একটা নিষ্ঠুর হৃদয়ে
তারা কি দেখবে না রক্তের স্বাদ
মায়ার মুখোশ হিংসা
নাকি হিংসার মুখ মায়া
অধরা কুয়াশা
গাছের শাখা-প্রশাখায় মিশে গেছে লাউডগা সাপ
আমি চিনতে পারিনা
এক মহাজাগতিক ভ্রমের ভেতর আমাদের ধারণাগুলো উড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে
পাখনায় এঁটেল মাটির মতো লেগে আছে প্রাগৈতিহাসিক রং
ট্রেন ছাড়ার পর বুঝলাম ইরেজারটা ফেলে এসেছি মহাশূন্যের কোনও এক কোণে


লেখক পরিচিতি : ময়ূখ হালদার
কবিতা-লেখক। মূলত আধুনিক এবং উত্তর-আধুনিক ধারার কবিতা নিয়ে কাজ করেন। নদিয়া জেলার রানাঘাট শহরের বাসিন্দা।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।