অন্তর্যামী

লেখক : সুনীতা সাহা গাঙ্গুলী

আজ তোমার কাছে নালিশ আমার
হে অন্তর্যামী!
তুমি আমার অন্তরের একান্ত সাধনা।
মন্দিরে নয়, মসজিদেও নয় –
চাই যে করতে অবহেলিত অনাদর মানুষের আরাধনা।
মানুষের সুন্দর অবগাহনে
তাদের যে নেই ঠাঁই।
শুধু তোমার উপর ভরসা রেখে
তাদেরই আদর করতে চাই।
হে অন্তর্যামী!
তোমার দয়ার পরশ যাদের মাথার উপর
সেই নির্লিপ্ত নিস্পৃহ মানুষেরা
পারে না কি চাইতে তাদের অধিকার ?
তাদের সুখে তোমার সুখ ,
তাদের দুঃখে তোমার দুখ,
সুখ-দুঃখের মালিক নাথ তুমি!
তোমায় ভালোবেসেছি আমি।
বিষাদ ছুঁয়েছে আজি আমার মনে সারাদিন ডাকি তবু সাড়া নেই।
একবার ফিরে চাও আমার পানে ফিরিয়ে দিতে চাই যে সকলের সুখ।
হৃদয়ের বেদনার অবসানে আসুক উজ্জ্বল মুখ।
হে অন্তর্যামী! হে নাথ ! হে স্বামী!


লেখক পরিচিতি : সুনীতা সাহা গাঙ্গুলী
আমি বর্তমানে বিভিন্ন গ্রুপে অনুগল্প,ছোটো গল্প,কবিতা,ছড়া ইত্যাদি লিখেথাকি।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।