লেখক : গৌতম ঘোষ-দস্তিদার
পোশাকি লজ্জা সব ভুলে আজ এসো না দুজনে বেহায়া রই
মেকি পরিধান ফেলে দিয়ে এসো পুরোপুরি আজ বিবস্ত্র হই
আদি দেবদারু পাতা ছিঁড়ে আজ, তার গা ছড়িয়ে দুজনে শুই
বেআব্রু অধুনা নিলাজ পৃথিবী দুজনাতে তার মুখোশটা ধুই
সেল্ফি তুলে ভেল্কি ভুলে বনান্তরালে এসো না লুকোই
উছলানো জলে ডুব দিয়ে উঠি, সোনাবালু মেখে ভিজে গা শুকোই
অসংযত সঙ্গমে বুনি বুনো জীবনের বুনিয়াদ তাই
নগরের ডাক অবহেলে থাক এসো না দুজনে বি-পণ্য হই
পুরোপুরি আজ বিবস্ত্র হই.
লেখক পরিচিতি : গৌতম ঘোষ-দস্তিদার
প্রাক্তনী - প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্ত্রাসবুরগ বিশ্ববিদ্যালয়। প্রাক্তন শিক্ষক - বাংলাঃ প্রফুল্লচন্দ্র কলেজ, রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, মেয়ো কলেজ; প্রাক্তন শিক্ষক - ফরাসিঃ আলিয়ঁস ফ্রঁসেজ, রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, মেয়ো কলেজ, ইন্সটিটিউট অফ মডার্ন ম্যানেজমেন্ট, ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কেটরিং টেকনলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশন, ন্যাশন্যাল ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ পারফরমেন্স, ইন্সটিটিউট অফ প্রগ্রেসিভ ম্যানেজমেন্ট, ইন্সটিটিউট অফ হোটেল অ্যান্ড রেস্টরঁ ম