গতানুগতিক

লেখক : স্নেহা বিশ্বাস

মায়ের গর্ভে এলাম আমি –
তখনও আমায় নষ্ট করার করলে অনেক চেষ্টা।
তোমাদের চোখে, পুত্র সমান নাইবা হলাম দামি।
তবুও আমি হতে পারি জগৎ শ্রেষ্ঠা।
ছোটো থেকে আমার প্রতি এত অবহেলা,
সমাজ আমায় শিখিয়ে দিল খেলনাবাটি খেলা।
পড়াশোনা, ক্রিকেট খেলা!
এসব নাকি আমার জন্য নয়।
মা বলে, “যেটা রয় বয়,সেটাই করতে হয়”।
আচ্ছা! মাও তো মেয়ে
তবে মা কেন এমন বলে?
মাও কি তবে সমাজের সাথে তাল মিলিয়ে চলে|
সত্যিই বুঝি না, কিসের এত টানাপোড়েন! কিসের এত বিবাদ?
পুরুষেরা কী কেবল বোঝে নারী শরীরের স্বাদ?
বলি থাক না, নাইবা হল বোঝাপড়া,
করতে হবে লড়াই|
সমাজে তবে থামবে এবার পুরুষ শাষিত বড়াই|
” নারী তো দূর্বল”- ভুল হোক এই ভাবনা|
ছিনিয়ে নেব অধিকার – ভালোবেসে তো পাব না|


লেখক পরিচিতি : স্নেহা বিশ্বাস
বাংলা ভালোবাসি, তাই বেঁচে আছি |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum