গাঁয়ের বঁধূ

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

কাকডাকা ভোরে,
বিছানাটা ছেড়ে,
বঁধু গেছে চানে,
সবাই তা জানে।

আলো ফুটার আগে,
একাই সে জাগে।
ঘরের কাজ যত
করছে অবিরত।

গুছিয়ে সব কাজ,
অল্প একটু সাজ,
গাঁয়ের পাশে নদী
বইছে নিরবধি।

ঘর থেকে বেরিয়ে,
মেঠো পথ পেরিয়ে,
কলসি নিয়ে ঘাটে,
মৃদু পায়ে হাঁটে।

ঘোমটা-টা জড়িয়ে,
বেলা যায় গড়িয়ে,
ঢোল-কলমীর ফুল,
জলে খায় যে দোল।

বাদাম তুলে নায়,
মাঝি গান গায়।
সাদা বক ঠায়,
দাঁড়িয়ে এক পায়।

মাছ শিকারে মগ্ন,
দ্বি-প্রহর লগ্ন।
জেলেদের নাও রে
ধরে মাছ হাওরে।

বর গেছে বিহানে।
ভাতের হাঁড়ি উনুনে।
জলের কলসি ভরে,
ফিরবে বঁধু ঘরে।

লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। জন্ম-বাংলা 1374 সনের 20 কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। শিক্ষাগত যোগ্যতা-এমবিএ(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন