ঘষা আয়না

লেখক : সৌরভ গোস্বামী

অজস্র নীল গোলাপ
সমুদ্রের ঢেউ এর মতন ,
ফুটে আছে ।
আকাশে শূন্য চিল উড়ে
পাক খায় ! কি সে খোঁজে ?
আদিগন্ত নীল পারাবার
বিচ্ছিন্ন করেছে এই দ্বীপ।
নেটওয়ার্ক কাভারেজ ? নেই !
বিস্তৃত বালুকা রাশি
চোরা বালি আর জল মিশে
নীল বিষের ককটেল বানায়।
কেউ বলে না কথা নির্বাসনে ।
যেনো নিষ্পাপ কোন জল ছবি
বহুদূর দূরান্তে চেয়ে আছে।
প্রচুর নীল গোলাপ ফুটে
প্রতিদিন ঝরে যায় । অবিরত।
যেনো ভাঙ্গা বালু ঘড়ি ।
স্থবির সময় ।

লেখক পরিচিতি : সৌরভ গোস্বামী
লেখা আসে না। তবু চেষ্টা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন