গল্পস্বল্প

লেখক : ইন্দ্রনীল কাঞ্জিলাল

গল্পটা মানুষজনের, শব্দে সবাই আছে।
না বলা কথার খেয়াল, মেঘ হয়ে জমছে কাছে।

এই মেঘ আমার তো নয়, তুই তার মালিক বুঝি?
আমি তাই একলা বাদল, টুপ্‌টাপ্‌ বৃষ্টি খুঁজি!

তবে এই একলা থাকার, বুঝি বা দিন ফুরালো,
উচ্ছ্বল জলের মাঝে, ভেজা মাটি প্রাণ জুড়ালো!

মেঘ তো তুই নিয়েছিস, জল তবে মাটির থাকুক,
বীজেরই সম্ভাবনায়, নিজেকে ভিজিয়ে রাখুক!

জল, মাটি, মেঘকাহিনী, আমাদের যা কিছু এই…
কবিতার কয়েক আখর, ঝরে পড়ে সবকিছুতেই!


লেখক পরিচিতি : ইন্দ্রনীল কাঞ্জিলাল
পাঠক

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন