হাসির ভিখারী

লেখক : নিপন দত্ত

প্রথম দেখায় যদিও হাসোনি
দ্বিতীয় দেখায় হাসি টা থামিয়ে রাখোনি 

খাওয়ার টেবিলে অন্নমুখে, যেই না দিলে হাসি
ঐই মুহূর্ত থেকেই মনে হলো এই হাসির জন্য নাহয় আরো কিছুদিন বাঁচি 

সেই কি হাসি? যে হাসিতেই জুড়িয়েছে এ হৃদয়
ঐই মুহূর্ত থেকেই হয়েছি প্রেমিকরূপে অকুতোভয় 

চেয়েছিলাম জানতে শুধু এই হাসির উৎপত্তি কোথায়?
তাইতো আমি দাঁড়িয়ে ছিলাম তোমার বাড়ির সামনের দরজায় 

সন্ধ্যা গড়িয়ে নেমেছিলো অন্ধকার!
এ হৃদয় বলেছিলো, তুমি কি হবে আমার?

মনে হয়েছিলো দাঁড়িয়ে থাকা ঘণ্টাগুলো, সময় মাত্র
ভালোবেসে যে ফেলেছি তোমায় মাত্রা-অতিরিক্ত


হাসিটা আকঁড়ে রেখেছি মনের মাঝে,
একদিন নাহয় গুছিয়ে নিব তোমার সাজে


লেখক পরিচিতি : নিপন দত্ত
নামঃনিপন দত্ত পিতার নামঃঅজিত দত্ত মাতার নামঃরত্না দত্ত জন্মস্থান বান্দরবান জেলার রুমা উপজেলায়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন