হৃদয়রঙ্গম

লেখক : কপিলদেব সরকার

সমস্তরাত পোকায় কেটেছে হৃদয়
ঈশ্বর, সেই আপেলবাগান-মালি
তুমিও নাচার, কে আর বাজায় বলো
ড্রপসিন-পারে উন্মুখ হাততালি?

চোখ ফুটে কেন লজ্জাই দিলে তবে!
হৃদয়ের লাজ, শরমের আভরণে
এখন তো কেউ সাজে না, অস্তরাগে
ফাঁকা গ্রীনরুম, দর্শকাসন খালি।

বড়‌ই বেকুব! কেউ কি বোঝে না আজ‌ও
আনন্দ শুধু সংলাপগামী নয়,
বিষাদেও পাকা হাতে আলো ফেলা চাই
হৃদয় এমন নাট্য-গেরস্থালি।

ক্ষতর দাওয়াই হৃদয় তোমার কাছে
চেয়ে নেবে ঠিক মঞ্চাভিনয় জুড়ে,
উইংস-এর থেকে বিস্ময়ে চেয়ে দেখো
স্টেজ মাতাচ্ছে শ্রীরাধিকা, বনমালী।


লেখক পরিচিতি : কপিলদেব সরকার
কেউ নয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum