জগৎজয়ী

লেখক : দালান জাহান

প্রেয়সীর আবেদনে জ্বলে পূণ্য প্রদীপ
বীণার সুরে ভেসে যায় বিহঙ্গ বঁধু
প্রারম্ভের গানে বেঁধে পুষ্প ছোঁয়া চুল
ভরা নদীর জলে হাসে বর্ণমালার বেলা
তারও দূরের ডালে বসে মাছরাঙা মন
পৃথিবীর চোখে আঁকে
আকাশ-সমুদ্রের কাছে-দূরের খেলা।
উন্মণ হরিণীর মাংসের আগুনে
দুরন্ত ঘোড়ার বেগে পোড়ে
পাগল ছায়ার জ্যামিতিক শিশু
মনের আনন্দে দিগন্ত ভ্রমণে যায়
ঘাটে বসে গর্ভবতী অবুঝ কলস
ভালোবাসার স্বাক্ষী থেকে নেমে আসা
জগৎ জয়ী হাত হৃদয়ের শীতল স্পর্শে
আজও হাজার বছর ধরে
রমণীর সব গোপন ছুঁয়ে যায়।


লেখক পরিচিতি : দালান জাহান
কবি ও গীতিকার

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum