জলাশয়

লেখক : অসীম ভুঁইয়া

যে জলাশয়টিতে আগাছা ও আবর্জনা
জমে আছে
তা দীঘি ছিল একদিন

সেখানে রোজ কত কত কান্না
আর ভালবাসার গান
আশ্চর্য সুরে প্রবাহিত হত

কোনও একদিন সেখানে ফেলে গেল কেউ
অর্ধমৃত ভ্রূণ

তারপর থেকেই দীঘিটি জলাশয় হয়ে যায়


লেখক পরিচিতি : অসীম ভুঁইয়া
শূন্য দশকের কবি। এছাড়াও ব্যাকরণ চর্চা করা হয়। ১৬ টি বই রয়েছে। দেশ, নবকল্লোল, কবিতা ক্যাম্পাস, কথা সাহিত্য, কবিতা পক্ষিক ,কবি সম্মেলন সহ অসংখ্য পত্রিকায় লেখালেখি করা হয়। পেশা শিক্ষকতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন