জলফোঁটা

লেখক : আলী ইব্রাহিম

আদিমতায় তুমি প্রভাবমুক্ত
তোমার ইচ্ছেয় সব হয়
লক্ষণ দেখে তুমি সব বুঝতে পারো।
তোমার ধ্যানে ডুবসাঁতার কাটে ঈশ্বরপুত্র
অথচ তুমি ঈশ্বররূপে ইতিহাস গড়ো।
প্রেমিকরা বেঁচে থাকে তোমার আরাধ্যে
জলভাটা তোমাকে স্পর্শ করে না
কেননা তুমি জলধি।
কোনো কল্পনায় তোমাকে বেঁধে রাখা যায় না
কোনো পাত্রে তোমাকে ঠিক চেনা যায় না।
জাহাজ ডুবে যায়। পাল তুলে তুমি ওড়ো।
জলসভ্যতায় তুমি কখনও ঈশ্বর। কখনও প্রেমী।
আমি পরাশ্রয়ী বেঁচে থাকি তোমার জলফোঁটায়।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন