জন্ম

লেখক : অসীম ভুঁইয়া

প্রতিটি জন্মকে শনাক্ত করতে গিয়ে
নির্মিত হয় ভুলের পরিখা
পরিখার চারিদিকে জলের ঘূর্ণন
যেন শনি-গ্রহের অভিশপ্ত বলয়

জন্মান্তরের এই পথক্রমায়
সংশোধনের মন্ত্র শেখা বৃথা

কারণ যতটা ভুল দ্বীপ হয়ে আছে
ভুলের সংস্কার ঠিক ততটাই
আমাদের জীবন পড়িয়ে দেয়।

আশ্চর্য এই বেঁচে থাকার আর্ট…

এ’ভাবে মোহনাতে এসে রচিত হয়
নদীর অশ্রু-গাথা

নদী তো জন্মের অদ্ভুত ধারাপথ
যেখানে অসংখ্য বহন ও গতির মাঝে
নিবিড় হতে থাকে জীবনের মহাকাব্য।


লেখক পরিচিতি : অসীম ভুঁইয়া
জন্ম ৩০শে নভেম্বর, ১৯৮২, বাড়গোকুলপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে। কবি, প্রাবন্ধিক, ব্যাকরণবিদ হিসেবে পরিচিত। ১৫টি বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে লেখকের। দেশ, নবকল্লোল, কবিতা পাক্ষিক, কবি সম্মেলন, কবিতীর্থ সহ সব ধরনের ছোট বড় পত্রিকার নিয়মিত লেখক। পেশা: শিক্ষকতা। প্রথাগত শিক্ষা: এম এ বাংলা ( ডবল), এম এ শিক্ষা বিজ্ঞান, এম এ জার্নালিজম, বি এড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।