জোড়া পদ্য

কবি: শুভ জিত দত্ত

তুমি সেরা

তুমি সেরা

ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে,
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে।
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে,
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বারে বারে।
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে আসেনি,
হাজারো চাপ মাথায় নিয়ে
তুমি ছিলে শান্ত।
পরিশ্রমেও কখনো ক্লান্তি
তোমার মাঝে দেখিনি,
রাত-দিন এক করে
কাজের‌ মাঝেই ছিলে।
কাজের‌ মাঝে ডুবে থাকতে
তুমি ভালোবাসতে,
সেরা তাই সবার থাকে
আছো সবার মাঝে।


সময় আসবে

সময় আসবে

খুব বেশি নেই দেরি
যখন পড়বে ধরা,
পাপের ঘড়া পূর্ণ হলেই
তোমার দেবে সাজা।
শত অন্যায় অবিচার
করেছো তুমি সমাজে,
তবুও হেসে খেলে বেড়াতে‌
ভয় ছিল না কোন।
যেদিন পড়বে ধরা
পারবে না পালাতে,
ত্রিতাপ যন্ত্রনা করবে ভোগ
মৃত্যুপুরীর দেশে।
থাকবে না পাশে
তোমার কাছের মানুষ,
দূর থেকে তোমার জন্য
করবে আহাজারি।
অসহায় হয়ে থাকবে চেয়ে
দাঁড়াবে না কেউ পাশে,
কাকুতি মিনতি করতে করতে
করবে শাস্তি ভোগ।


লেখকের কথা: শুভ জিত দত্ত
আমি শুভ জিত দত্ত, নিবাস বাংলদেশের মহেশপুর জেলায়। বর্তমানে এমবিএ অধ্যয়নরত এবং লেখালিখির সাথে যুক্ত; পাশাপাশি মহেশপুর সাহিত্য পরিষদের সাথে যুক্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন