লেখক : গৌতম ঘোষ-দস্তিদার
তোমার কাছে চুপচুপে একটা শুধু রাত চেয়েছিলাম –
নিভাঁজ নির্মদ নির্মেদ একটা রাত – যে রাতের যোনিতে ঝরে পড়বে
উত্তপ্ত গ্রহের জমাট বেঁধে থাকা অপ্রশমিত আগুনের যত ঔরস –
ট্রম্সোর মত সেখানেও টানা আধ-শো রাত
অসূর্যম্পশ্যা ঘাম-না-শুকনো আধশোয়া রাত
অবারিত অবিরত রতিসর্বস্ব রাত…
ওখানে অত অন্ধকারে আমাকেও যদি খুঁজে না পাও
যার সঙ্গে পোষায়, চলে যেও; যে চুলোয় দুচোখ যায়, চলে যেও
তার পরেও যদি ফিরে আসে মন, মনে করে নোঙর খুলে দিও
দরজার গায়ে যদি তালা শুয়ে থাকে, জানলার গরাদ ভেঙে নিও
তবু দেখো, রাত ফুরোবার আগেই যেন ফিরে এস…
নইলে নক্ষত্রের আলোরা আমায় ঝলসে খাবে
পৃথিবীর উত্তপ্ত দিনেরা এখন মাংসাশী বারবিকিউ
মনিকর্ণিকার চিতার মতন ওখানে আকাশ জুড়ে আগুনপাখি!
সালোকসংশ্লেষের অপেক্ষায় বিনিদ্র-রাতের দল
এখন লাগাতার দাবানলের শিকার
অগ্নিসাক্ষীর মন্ত্রপাঠ অধুনা হৃদয়হীনের আর্তনাদ…
আলোর কথা তাই বলো না আমায় ভুলেও
একান্ত যদি পারো খামোখা একটা রাত রেখে যেও
রাতের পাশেই আমি শুয়ে থাকব রতিক্লান্ত বিবস্ত্র ঘুমে…
লেখক পরিচিতি : গৌতম ঘোষ-দস্তিদার
প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্ত্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় ইত্যাদির প্রাক্তনি। সাড়ে তিন দশক কলকাতা, আজমির, চেন্নাই ও উপসাগরীয় দেশে বাংলা, ইংরেজি ও ফরাসি পড়িয়েছেন ও সাংবাদিকতা করেছেন। অধুনার অবসরে সৃজনধর্মী সাহিত্য ও সম্পাদনার কাজে নিরত থাকেন।

