খোদার কাছে খোলা চিঠি

লেখক : দালান জাহান

বলে দাও হে মহান খোদা
কিভাবে আমরা শোক উৎযাপন করব
প্রতিটি বুলেটের সাথে
আমাদের কান্নাগুলো আযানের ধ্বনি নিয়ে
মিশে যায় রক্তের প্রাসাদে
অগণিত এই মৃত্যুর লড়ি ছেড়ে
আমরা কেমন অথবা
কোন জীবনের দিকে এগিয়ে যাবো।
হাজার প্রশ্ন নিয়ে কোথায় চলে যায়
নিঃশ্বাসে প্রবাহিত রক্তধলা
মরু-মানুষের শিরায় শিরায়
কোথায় জড়ো হয় রক্তজলা
কতোকাল কতো অবুঝ মৃত্যুর পর
আমরা আমাদের ফিরে পাবো
বলে দাও! বলে দাও হে মহান খোদা
কিভাবে আমরা এই শোক উৎযাপন করব।


লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন