আগামীর আশ্বাস

লেখক : রাজীব চক্রবর্ত্তী

অস্তাচল বেলা, গোধুলির আলো আঁধারে
দেখি কত নবীন প্রাণ কোলাহল করে।
কি কথা বলে ওরা কান পেতে শুনি –
অভিযোগমালা নাকি আশ্বাস বাণী!

সামনে আমার আজ এসেছে আগামী
ওদের বিচারসভায় দাঁড়িয়েছি আমি,
কুন্ঠিত নই মেনে নিতে অপরাধ
অনুতাপ নদী ভাঙে হৃদয়ের বাঁধ।

এ জীবনে করেছি জড়ো যত সঞ্চয়
ভবিষ্যতের খাতায় জমেছে অপচয়,
কিছুই পারিনি দিতে, নিয়েছি যে সব
আপন গরিমা লোভে কেড়েছি শৈশব।

এক মুঠো ধুলি কণা পারিনি ছড়াতে
খেলাঘর ঢেকেছি পাথরে, বালিতে।
দিইনি বুকে এঁকে স্বপ্নের সোপান,
মোহের আঁচল ঢেকেছে কচি প্রাণ।

চেয়েছি দুর্মর গতি সফলতার রথে
বলিনি হেঁটে যেও জীবনের পথে।
দিইনি অবসর তাকাতে পিছন ফিরে
শ্রান্ত আমি বসে আজ একলা ঘরে।

হে আগামী, এ পৃথিবীর জনারণ্যে
পারিনি রেখে যেতে তোমার জন্যে
চির আকাঙ্খিত শান্তির নীড়,
বদলে দিয়েছি সময়, চির অস্থির।

কলরব থেমে যায়, নি:শব্দ চরাচরে
নবীন প্রাণ বলে ওঠে প্র‍্যতয়ী স্বরে,
তোমার দায়ভার আমাদের কাঁধে রবে
আগামী পৃথিবী জেনো সকলের হবে।


কবির কন্ঠে কবিতাটির পাঠ শুনুন –


লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।