কি যেন এক আলো

লেখক : প্রভঞ্জন ঘোষ

ধরি ধরি,ঠিক পারি না
কি যেন এক আলো
নিত্য করে আনাগোনা।

চুনির আলোর গুন ছাপিয়ে
শরীর করে চাঙ্গা
মোতির আলোর রূপ ছাপিয়ে
বক্ষ করে চোখা…

সকল রত্নরাশির আলো
সেই আলোতে মেশে,
ধরি ধরি ঠিক পারি না
হাঁপিয়ে অবশেষে!

অবশেষে রাত-দিবসে
সেই সে আলো দেখি
রামধনু,চাঁদ,তারায় যেন
জড়িয়ে মাখামাখি!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন